Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা। এ ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের জিটি রোডে। গত সোমবার বিকেলে ৭০ বছরের বৃদ্ধকে চাঁদপুর শহরের জিটি রোডস্থ আল-হেরা স্কুলের দেয়ালের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মো. মুছা তপদার, শাবাব খাঁন পলাশ, তানজিল হোসেন ও সাখাওয়াত আখন্দ নামের যুবকরা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বৃদ্ধ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জানা গেছে, গত সোমবার সকাল ১০টায় একজন মহিলা ও পুরুষ মিলে বৃদ্ধকে একটা অটো থেকে নেমে রেখে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সড়কে ফেলে যেতে পারে ঐ বৃদ্ধের স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধ

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ