Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চাকরির নামে প্রতারণা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০০ এএম

রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্রে চাকরি দেয়ার কথা বলে ৬ বন্ধুর কাছ থেকে ৫ লাখ ২৭ হাজার টাকা নেন মহিবুল আলম ওরফে তিমু (৫০)। টাকা নিয়ে শুরু হয় চাকরি দেয়ার নামে কালক্ষেপণ। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান ওই ৬ বন্ধু। টাকা ফেরতের কথা বলে তাদেরকে আসতে বললে দুই বন্ধু তাদের কথামত নির্ধারিত জায়গায় আসেন।

সিএনজিযোগে চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নামামাত্রই মহিবুল ও রকিসহ অপরিচিত ৪-৫ জন লোক হত্যার ভয় দেখিয়ে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। এ সময় মারপিট করে লাশ গুম করে ফেলার কথা বলে ৩টি লিখিত স্ট্যাম্পে আসামিরা ৭ লাখ টাকা পাবে মর্মে স্বাক্ষর করে নেয়।

গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এভাবেই ঘটনার বর্ণনা দেয়া হয়। এ ঘটনা অবগত হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি মহিবুল আলমকে গ্রেফতার করে। আটক মহিবুল আলম ওরফে তিমুর বাড়ি নগরীর শিরোইল কলোনী এলাকায়। এ সময় তার হেফাজতে থাকা স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় পরে মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ