Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরুষের প্লাজমা বেশি কার্যকর

মেডিক্যাল নিউজ বুলেটিন | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করার জন্য প্লাজমা থেরাপি চলছে। এটি প্রায় প্রতিটি দেশে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। আর তাতে সফলতাও দেখছেন চিকিৎসকরা। এ পর্যন্ত করোনার সফল কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে চীন দ্রুতই ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে। অপরদিকে আফ্রিকার দেশ নাইজেরিয়া দাবি করেছে তারা করোনার ওষুধ আবিস্কার করে ফেলেছে।

এদিকে করোনায় আক্রান্ত রোগীদের কনভেলেসেন্ট প্লাজমা থেরাপির মাধ্যমে পরীক্ষামূলক চিকিৎসা করা হচ্ছে। এই থেরাপিতে করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি গুরুতর অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়ে থাকে। এ ধরনের চিকিৎসার সফলতার খবরও পাওয়া যাচ্ছে।
ব্রিটেনে নতুন এক গবেষণায় বলা হয়েছে, করোনায় আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের শরীরে উচ্চমাত্রার অ্যান্টিবডি উৎপন্ন হয়। পুরুষের প্লাজমা জীবন বাঁচাতে বেশি ভ‚মিকা রাখতে পারে। ব্রিটেনের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টের (এনএইচএসবিটি) একটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে এই দাবি করা হয়েছে।

এই প্লাজমা ডোনেট ট্রায়ালে দান করা প্লাজমাগুলোর মধ্যে পুরুষের প্লাজমায় শতকরা ৪৩ শতাংশ এবং নারীর শতকরা ২৯ শতাংশ অ্যান্টিবডি দেখা গেছে। গবেষণায় বেরিয়ে আসা নতুন এই বিশ্লেষণে বলা হয়, পুরুষরা নারীদের চেয়ে বেশি করোনাভাইরাস অ্যান্টিবডি তৈরি করে, যা তাদের আরো ভালো প্লাজমা দাতা করে তোলে।
এনএইচএসবিটির ব্লাড ডোনেশন বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ডেভিড রবার্টস বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আরো বেশি প্লাজমা দাতা প্রয়োজন। পুরুষদের বিশেষ করে আহ্বান জানাচ্ছি। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা দানের এই ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা প্রতিটি প্লাজমা বিশ্লেষণ করেছি। দেখা গেছে পুরুষদের অ্যান্টিবডি লেভেল বেশি থাকে। এর মানে জীবন বাঁচাতে তাদের প্লাজমা বেশি সম্ভাবনাময়।’

অধ্যাপক রবার্টস আরো বলেন, ‘আমাদের গবেষণা এবং বিশ্বজুড়ে আরো বিভিন্ন গবেষণা দেখা গেছে যে, করোনা রোগে পুরুষরা নারীদের তুলনায় গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা বেশি। ফলে এই রোগ থেকে সুস্থ হওয়ার পর পুরুষরা আরো ভালো প্লাজমা দাতা হিসেবে পরিণত হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ