বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে (৩৫) শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম ও পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খানের নেতৃত্বে সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।
আটককৃতরা হল- সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহন মিয়া (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৩)। ছিনতাইকৃত অটোরিকশা ও নিহতের মোবাইল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে সোপর্স করেছে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনেউগী গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে গত শুক্রবার (১৯ জুন) রাতে মোহন মিয়া ও সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে। পরে তারা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার নিহতের ছোটভাই আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা (যার নং ৬, তারিখ ২০-০৬-২০২০ইং) দায়ের করেন। এরপর পুলিশ সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজন আসামী সনাক্ত করতে সক্ষম হয় এবং বিশ্বস্থ সোর্স নিয়োগের মাধ্যমে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আসামীদের দেয়া তথ্য অনুযায়ী নিহতের মোবাইল ফোন ও ছিনতাইকৃত অটোরিকশাটি টাঙ্গাইল সদরের বৈল্লা বাজার থেকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। মুলতঃ অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে তারা জানিয়েছে। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে সোপর্স করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।