Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারি নিয়ে রাজনীতি না করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১:২২ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব এবং একতার ঘাটতি মহামারির চেয়েও বড় হুমকি। এছাড়া সোমবার (২২ জুন) তিনি আরো জানিয়েছেন, মহামারি নিয়ে রাজনীতিকরণ একে আরো খারাপের দিকে নিয়ে গেছে। তিনি পৃথিবী জুড়ে এই মহাবিপর্যয় মোকাবিলায় সবাইকে এক জোট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে যোগ্য নেতৃত্বের অভাবই সবচেয়ে উদ্বেগের বিষয়। পর্যবেক্ষকদের ধারণা, নাম উল্লেখ না করলেও এ কথা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার দিকেই ইঙ্গিত করেছেন। খবর এনডিটিভির।
মহামারি কভিড ১৯ এর তাণ্ডবে এখন সারা পৃথিবী নাজেহাল। সোমবার পর্যন্ত সারা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০ লাখ। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিল, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।
গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। সেখান থেকেই এই মারণ ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গত মে মাসের মাঝামাঝি বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষে পৌঁছে যায়। আর তা দ্বিগুণ হয়ে ৯০ লক্ষে পৌঁছতে লেগেছে মাত্র ৫ সপ্তাহ।
বিশ্বে মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশ আমেরিকার বাসিন্দা। সেখানে এখনও পর্যন্ত ২২ লাখ ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ