বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামে মা ও মেয়ে গ্যাসবড়ি (বিষ) খেয়ে মারা গেছেন। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (২৬) ও তার মেয়ে ফাতেমা খাতুন (৭)।
সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি আবুল কালাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের সময় মনিরুল এর মা অর্থাৎ তাজমিরা
তার শাশুড়ির সাথে ঝগড়া লাগে। এক পর্যায়ে ঘরে থাকা বিষযুক্ত গ্যাস বড়ি সেবন করে তাজমিরা ও তার মেয়ে ফাতেমা বাড়ির পাশে বাঁশ বাগানে পড়ে থাকে। এ সময় তার স্বামী মনিরুল বাড়িতে ছিল না । পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাথন্ডা বাজারে গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তাজমিরার মৃত্যু হয়। আর শিশু ফাতেমাকে সদর হাসপাতালে নিয়ে আসার পথে সেও মারা যায়।
ওসি তদন্ত আরো জানান,তাজমিরার
আরও একটি সন্তানের লালা নিয়ে পরীক্ষা করা হচ্ছে, সে বিষক্রিয়ায় আক্রান্ত কি-না জানার জন্য।
তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।