Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিবারিক কলহের জেরে মহিলাসহ আহত ২

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়া গাবতলীর দুর্গাহাটা হাতিবান্ধায় বাড়ীর সীমানা ও পারিবারিক কলহ বিরোধের জের ধরে আনোয়ার হোসেন রানা (৪০) ও তার স্ত্রী সাবিনা বেগম (৩৫) কে এলোপাথাড়ি মারপিটসহ জখম করে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষ পিন্টুসহ তার লোকজন। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুর্গাহাটা হাতিবান্ধা উত্তরপাড়া গ্রামে। জানা যায়, ওই গ্রামের আফজাল হোসেন সাকিদারের পুত্র আনোয়ার হোসেন রানার সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের ছায়েদ আলীর পুত্র পিন্টু মিয়ার সঙ্গে পারিবারিক কলহ ও বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরপর ১টি চারা গাছকে ভেঙ্গে ফেলার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার প্রতিপক্ষ পিন্টু, তুহিন ও আনজু বেগমসহ মুখচেনা কতিপয় লোকজন লাটিসোঁটা নিয়ে গিয়ে রানার ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারপিট করে আহত করে। এ সময় তার চিৎকারে স্ত্রী সাবিনা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করে জখম করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। আহত রানার ২ চোখ ও মাথায় জখম হয়েছে। তবে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারিবারিক কলহের জেরে মহিলাসহ আহত ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ