Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধীর বাড়ী ভাঙচুর

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের নিভৃত পল্ল­ী চতরা ইউনিয়নের উচাঘাষিপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক প্রতিবন্ধীর বাড়ী ভাঙচুর করা হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, উক্ত গ্রামের সিরাজ উদ্দিনের শ্রবন প্রতিবন্ধী পুত্র গফ্ফার প্রামানিকের সাথে সহোদর রাজা প্রামানিক, মোকসেদ প্রামানিক, ওয়াজেদ প্রামানিক এর মাত্র ২১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত শনিবার বিকেলে রাজা প্রামানিক, মোকসেদ প্রামানিক এবং ওয়াজেদ প্রামানিক জোট বেধে অপেক্ষাকৃত দুর্বল প্রতিবন্ধী গফ্ফার প্রামানিকের মাথা গোঁজার ঠাঁই একমাত্র ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। বাড়ীর উঠানে রোপণকৃত গাছ ও সবজিক্ষেত কেটে ফেলে এবং ঘরে রক্ষিত ৩ হাজার ৫শ’ টাকা লুটে নেয়। নির্যাতিত গফ্ফার জানান, ৪ ভাইয়ের পৈতৃক সূত্রে প্রাপ্ত ২১ শতাংশ জমির মধ্যে গফ্ফার এর জমিটুকু অপর ৩ ভাই কব্জাভুক্তকরণের হীনউদ্দেশ্যে নানাভাবে নির্যাতন ও চাপ প্রয়োগ করে। এতে ব্যর্থ হয়ে গত শনিবার বিকেলে উচ্ছেদের উদ্দেশে টিনশেডের বাড়ীটি ভেঙ্গে দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলেও ভাঙচুরকারীরা কর্ণপাত করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধীর বাড়ী ভাঙচুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ