Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণবাদবিরোধী বিক্ষোভে মানুষের ঢল যুক্তরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১২:০৩ এএম

বর্ণবাদবিরোধী বিক্ষোভে যুক্তরাজ্যের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার লিডস ও লন্ডনে অন্তত পাঁচ হাজার মানুষ বর্ণবৈষম্য বিলোপ ও যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রতিবাদে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, শনিবার লন্ডনের বিখ্যাত হাইড পার্কে সমবেত হন শত শত বিক্ষোভকারী। পরে তারা বর্ণবাদবিরোধী মিছিল নিয়ে ডাউনিং স্ট্রিটের দিকে যান। এছাড়া, ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ। সেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উনস্টন চার্চিলের ভাস্কর্যের পাশে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় এক বিক্ষোভকারীকে ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে বই পড়ে প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা যায়। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, লিডসে চলা বিক্ষোভ থেকে যেন আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। বিক্ষোভস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে শহরটিতে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যেই কিছু কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ