Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত ক্যাম্প শুরুর তাগিদ দিয়েছেন তপু বর্মনরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৭:৪৩ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকলেও সম্প্রতি ফিফার নির্দেশনা অনুযায়ী কাতার বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো আয়োজনের দিনক্ষণ চুড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সূচী অনুযায়ী আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া ম্যাচগুলো। তবে এর আগে দরকার পর্যাপ্ত প্রস্তুতির। কারণ করোনা দুর্যোগে তিন মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দী দেশের ফুটবলাররা। মাঠের খেলা না থাকলে তাদের ফিটনেসে ঘাটতি দেখা দেয়। আর এই ফিটনেস ঠিক রাখতেই নিজেদেরকে খেলার মধ্যে রাখতে চান খেলোয়াড়রা। তাই ঘরে বসে অলস সময় কাটানো ফুটবলাররা চান দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু হোক। তাতে তাদের মরিচা পড়তে থাকা ফিটনেসের কিছুটা হলেও উন্নতি ঘটানো সম্ভব হবে। বাছাই পর্বের ম্যাচের এখনো চার মাস বাকি থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দ্রুত ক্যাম্প শুরুর তাগিদ দিয়েছেন জাতীয় দলের দুই ডিফেন্ডার তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষ।

তপু বলেন, ‘ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের বাকি চার ম্যাচের ফিক্সচার তৈরি হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বর মাসে মাঠে খেলা গড়াবে। তাই দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়া প্রয়োজন। ভালো ফলাফলের জন্য ভালো ট্রেনিং, ভালো সুযোগ-সুবিধা, দলবদ্ধ অনুশীলনের বিকল্প নেই। দক্ষতা ও কৌশল নিয়ে কাজ করার মত প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টিরও বিকল্প নেই। দর্শকদের ভালো খেলা উপহার দিতে আমরা মুখিয়ে আছি। তাই যথাসম্ভব দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরুর আহবান জানাচ্ছি।’

আরেক ডিফেন্ডার বিশ্বনাথ বলেন, ‘আসছে বিশ্বকাপ বাছাই পর্বের চারটি ম্যাচের তিনটিই হতে যাচ্ছে দেশের মাটিতে। তাই দর্শকদের সুযোগ আছে নিজ দেশের খেলা মাঠে বসে উপভোগ করার এবং জোর সাপোর্ট দেয়ার। আশা করব সবাই যেন মাঠে এসে আমাদের উৎসাহ দেন। আমি বাফুফেকে দ্রুত ক্যাম্প শুরু করতে অনুরোধ করছি। ক্যাম্পের মাধ্যমে খেলোয়াড়রা অনুশীলনে ফেরার এবং ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাবেন।’

এদিকে বাফুফের জাতীয় দল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে তারা ক্যাম্প শুরুর প্রক্রিয়ায় যাবে। তৃতীয় সপ্তাহে আবাসিক ক্যাম্প শুরু করবে কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ