Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন বামদের হাতে অসহায় পুতুল : ট্রাম্প

করোনাভাইরাস আতঙ্কে প্রত্যাশিত লোক হয়নি নির্বাচনী সমাবেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে লকডাউন দেয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশে জমায়েত ধারণার চেয়েও অনেক কম হয়েছে। ওকলাহোমা রাজ্যের টালসা নগরীতে এ নির্বাচনী সমাবেশে অঙ্ক নিতে প্রায় ১০ লাখ মানুষ আগ্রহ দেখিয়েছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শনিবার ব্যাঙ্ক অব ওকলাহোমা সেন্টারের ভেতরে ১৯ হাজার আসনের সবটাও পূর্ণ হয়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। ট্রাম্প ভেবেছিলেন অনুষ্ঠানস্থলের বাইরেও বিশাল জমায়েত থাকবে। তাদের উদ্দেশ্যে কিছু বলারও পরিকল্পনা ছিল তার। লোক কম হওয়ায় শেষ পর্যন্ত তাকে ওই পরিকল্পনা বাদ দিতে হয় বলে জানিয়েছে বিবিসি। সমাবেশে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্ব›দ্বী জো বাইডেনকেও একহাত নিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন ‘কট্টর বামদের হাতে নাচা অসহায় এক পুতুল’। মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ও একের পর এক মূর্তি উপড়ে ফেলার ঘটনাতে ক্রুদ্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। “বিকৃতমস্তিষ্ক বামপন্থি দুস্কৃতিকারীরা আমাদের ইতিহাস তছনছ করে দেয়ার চেষ্টা করছে। আমাদের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলতে চাইছে। আমাদের চমৎকার সব স্মৃতিস্তম্ভ; তারা মূর্তি উপড়ে ফেলছে, যারা তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের দাবির কাছে মাথা নোয়াচ্ছে না তাদেরকে শাস্তি দিচ্ছে, নির্যাতন করছে। আমরা তাদের দাবির কাছে নত হব না,” সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি। মহামারীর মধ্যে এ ধরনের সমাবেশ নিয়ে এমনিতেই ওই অঞ্চলে ব্যাপক উদ্বেগ বিরাজ করছিল। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে আয়োজন সংশ্লিষ্ট ট্রাম্পের ৬ কর্মীর দেহে নতুন করোনাভাইরাসের শনাক্ত হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। সমাবেশে ট্রাম্প জানান, করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা বেশি হওয়ায় বেশি আক্রান্তের সন্ধান মিলছে, এ কারণে তিনি তার প্রশাসনের কর্মীদের শনাক্তকরণ পরীক্ষা কমাতে বলেছেন। ভাইরাস শনাক্তকরণ পরীক্ষাকে ‘দুই ধারী তলোয়ার’ বলেও অভিহিত করেছেন তিনি। সমাবেশে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা ট্রাম্প। সমাবেশে উপস্থিত সমর্থকদের ‘যোদ্ধা’ বলে অভিহিত করেন তিনি। সমাবেশে লোক কম হওয়ার জন্য গণমাধ্যম ও বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ঘাড়ে দায় চাপান। ট্রাম্পের এ নির্বাচনী সমাবেশকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর চার দেয়ালের ভেতর অনুষ্ঠিত সবচেয়ে বড় জমায়েতগুলোর একটি বলা হচ্ছে। তবে এমন এক সময়ে এ সমাবেশ হল, যখন ওকলাহোমায় শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ