Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গ্রীষ্মের শেষে মিলবে করোনার ভ্যাকসিন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৯:৫৫ এএম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলমান করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল ভালোভাবেই আগাচ্ছে বলে জানিয়েছেন বৃটেনের বাণিজ্য মন্ত্রী অলোক শর্মা। তিনি বলেন, এই পরীক্ষা যদি সফল হয়, তাহলে এই গ্রীষ্মের শেষ নাগাদ এই ভ্যাকসিনের ডোজ বিতরণের জন্য প্রস্তুত করা যাবে। অক্সফোর্ড ও ইম্পেরিয়াল কলেজে চলমান গবেষণার জন্য তিনি ৮ কোটি ৪০ লাখ ডলারের নতুন অর্থায়নেরও ঘোষণা দিয়েছেন।

সারা বৃটেন তো বটেই, পুরো বিশ্বেরই নজর এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আড্রিয়ান হিল ও তার গবেষক দলের ওপর। গত মাসে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা বৃটিশ সরকারের সঙ্গে ১২০০ কোটি ডলারের চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী এই ভ্যাকসিনের ৪০ কোটি ডোজ প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। ১৩ই জুন ইউরোপিয়ান সরকারগুলোকে ৪০ কোটি ডোজ সরবরাহের একটি পৃথক চুক্তি করে অ্যাসট্রাজেনেকা। অপরদিকে বৃটিশ সরকার সর্বোচ্চ ১০ কোটি ডোজের জন্য অর্থ দেবে। এর মধ্যে ৩ কোটি হয়তো সেপ্টেম্বর নাগাদ বৃটিশ নাগরিকদের জন্য প্রস্তুত হয়ে যাবে।

জেডি১২২২ নামে এই ভ্যাকসিনের কার্যকারিতা যদি প্রমাণিত হয়, তাহলে মানুষ বাড়িতে আসা যাওয়া করতে পারবে, কাজে ফিরতে পারবে। অর্থনীতিও পুনরুদ্ধার করা যাবে। তবে বৃটিশ সরকার এই সতর্কতাও জারি করেছে যে, সম্পূর্ণ কার্যকর ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাস মহামারি বন্ধে একমাত্র দীর্ঘমেয়াদী কার্যকর সমাধান হলো কার্যকর কোনো ভ্যাকসিন। কিন্তু এমনটা যে হবেই তার নিশ্চয়তা নেই। বৃটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্সও বলেছেন, কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হবেই, তেমন নিশ্চয়তা দেওয়া যায় না।

জানুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউট ও অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ কভিড-১৯ রোগের একটি ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে। ২৩শে এপ্রিল নাগাদ হিউম্যান ট্রায়ালের কাজ শুরু হয়। ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৫১০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা বর্তমানে চলছে। বিজ্ঞানীরা বলছেন, তারা ৬ সপ্তাহের মধ্যে জানতে পারবেন এই ভ্যাকসিন কাজ করে কিনা।

সূত্র: টেলিগ্রাফ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ