বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী ও চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা ২ জন নিহত হন। এ বিষয়ে সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন- যশোর ব্যুরো ও অভয়নগর উপজেলা সংবাদদাতা জানান, যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় গতকাল শনিবার সকালে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ ট্রাক আটক করেছে।
নওয়াপাড়া গার্লস স্কুলের সামনে বালুবোঝাই ট্রাক যাত্রীবাহি একটি ইজিবাইকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা উপজেলার সাভারপাড়া গ্রামের দবির বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৪৫) ও ফুলতলা উপজেলার খানজাহান আলী এলাকার আবদুল মালেকের ছেলে মিজানুর রহমান (৫৫) নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ফুলতলা উপজেলার জুগ্নিপাশা গ্রামের ইমামুল শেখ (১৮)। আহত ইমামুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপ চালক চট্টগ্রামের কাজির দেউরী এলাকার ২নং গলির মৃত ইদ্রিস সর্দারের পুত্র শফিউল ইসলাম (৩৩) ও চালকের সহকারী (হেলপার) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন (৩৪)। কুমিরা ফায়ার স্টেশন থেকে দু’টি গাড়ি দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোকাম্মেল হোসেন জানান, গত শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের বড়কমলদহ এলাকায় চট্টগ্রামগামী সবজিবোঝাই একটি ট্রাক পেছন দিকে থেকে দ্রুতগামী একটি মিনি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক শফিউল ইসলাম মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালকের সহকারী লিটনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। পিকআপটি নোয়াখালী থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।