বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরাজী চিকিৎসার নামে ৩ শিশুকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম দুলাল গ্রামের আতোয়ার রহমান দীর্ঘদিন থেকে প্যারালাইসিসে ভুগছিলেন। গত এক মাস থেকে ধর্মপুর গ্রামের হাতুড়ে কবিরাজ ফারুক মিয়া (৩৬) আতোয়ারের বাড়িতে অবস্থান করে ঝাড়-ফুঁক দিয়ে তার চিকিৎসা করছিলেন।
চিকিৎসা করতে গিয়ে নানা কথায় বাড়ির লোকদের মনে ভয়ের সৃষ্টি করেন।
এই ভয়কে পুঁজি করে কবিরাজ ওই ৩ শিশুকে ধর্ষণ করতে থাকে। এ ঘটনা জানানো হলে ক্ষতি হবে বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এরপরও এক শিশু পরিবারের কাছে কবিরাজের কুকীর্তির কথা ফাঁস করে দেয়। ৩ শিশুর বয়স যথাক্রমে ১০, ১১, ও ১৩ বছর।
থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, ধর্ষক কবিরাজকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ওই ৩ শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।