বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সের এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুল মান্নান (৬৫) কে আটক করেছে পুলিশ। আটক আব্দুল মান্নান উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান প্রতিবেশী শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে সন্ধ্যায় শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে আব্দুল মান্নান আত্নগোপন করে। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।