Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণে প্রপাগান্ডা লিফলেট পাঠানোর প্রস্তুতি উত্তরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০৩ এএম

দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রপাগান্ডা লিফলেট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পক্ষত্যাগী নাগরিক ও দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে এসব লিফলেট পাঠানো হবে। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ছোড়া লিফলেটের বদলা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং। বছরের পর বছর ধরে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে আসা উত্তর কোরীয় নাগরিক এবং দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসনব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে উত্তজনার জেরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং সর্বসম্মুখেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু ’ বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজোঁ অফিসও গুঁড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়ায় পাল্টা লিফলেট ছোড়ার প্রস্তুতি চলছে। শনিবার কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ কোরিয়ায় থাকতে গিয়ে যারা ন্যূনতম নৈতিকতাটুকুও বিসর্জন দিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিস্বরূপ লিফলেট ছুড়তে বড় আকারে লিফলেট বিতরণের প্রস্তুতি নেওয়ার জন্য দেশের ক্ষুব্ধ জনগণ চাপ দিচ্ছে।’ কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্রত্যেকটি ক্রিয়ারই যথাযথ প্রতিক্রিয়া আছে। কেউ যখন নিজেই সে পরিস্থিতির মুখোমুখি হয়, তখনই সে কেবল বুঝতে পারে এর আঘাত কতটুকু ছিল।’ উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম ২০০০ সালের ১৩ জুন বৈঠকে বসেন। সেদিনের বৈঠকের মাধ্যমেই তারা নিজেদের দীর্ঘদিনের শত্রু তাকে ভুলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এই উদ্যোগের জন্য তৎকালীন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট কিম দাই জং নোবেল শান্তি পুরস্কার পান। তবে সম্প্রতি দুই দেশের উত্তেজনাকে কেন্দ্র করে সে সম্পর্ক ছিন্ন হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিফলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ