Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগ : স্বামী আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:৪৭ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের রোজিনা বেগম নামের এক গৃহবধুকে হত্যারঅভিযোগে পুলিশ তার স্বামী মেহেদি হাসানকে আটক করেছে। শনিবার (২০ জুন )সকালে পুলিশ ওই গৃহবধুর মরদেহ তার বাবার বাড়ি একই এলাকার গুডুম্বা পূর্বপাড়া গ্রামের পাশের একটি সড়ক থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। রোজিনার বাবা মকবুল হোসেন বলেন,‘মাত্র দেড়মাস আগে মেয়েকে বিয়ে
দিয়েছি। শুক্রবার রাতে স্বামীর সাথে মেয়ে শ্বশুরবাড়ি যায়। আর শনিবার সকালে জানতে পারি আমার বাড়ির পাশেই সড়কের ওপর মেয়েটির মরদেহ পড়ে আছে। তার দাবি,স্বামী মেহেদি হাসানই তাকে হত্যা করে দোষ চাপানোর জন্য আমাদের গ্রামের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে’। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান,গুডুম্বা পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রোজিনা বেগমের সাথে দেড় মাস আগে
বিয়ে হয় পার্শ্ববর্তী হরিসাড়া গ্রামের মেহেদি হাসানের । রোজিনা মেহেদি হাসানের দ্বিতীয় স্ত্রী। শুক্রবার রাতে রোজিনা স্বামীর সাথে শ্বশুরবাড়ি যায়। শনিবার সকালে বাবার বাড়ি গুডুম্বা পূর্বপাড়া গ্রামের পাশের সড়কের ওপর তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামী মেহেদি হাসানকে আটক করা হয়েছে। মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী হত্যা

২০ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ