Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাভারে স্ত্রীকে হত্যা, স্বামীর পলাতক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ২:৫৩ পিএম

ঢাকার সাভারে শিউলি বেগম নামের (২৩) এক গৃহবধুকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে তার স্বামী নুরুল হক বাবু পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকায় নিজ বাড়িতে সোমবার দিবাগত রাতে যেকোন সময় স্ত্রী শিউলি বেগমকে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী নুরুল হক বাবু।
পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এঘটনার পর থেকে নিহতের স্বামী নুরুল হক বাবু ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, নিহতের স্বামী নেশা করতেন। মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করেছে বলে ধারনা করছেন তারা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ওই গৃহবধুর স্বামী নুরুল হক বাবুকে আটকের প্রক্রিয়া চলছে। আটকের পরই হত্যার কারন জানা যাবে।
এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী হত্যা

২০ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ