Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে শুধু মুসলিমানদের বিরুদ্ধে কেনো মামলা-নির্যাতন, প্রশ্ন তেলেঙ্গানা আদালতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৯:২২ এএম

ভারতে মুসলিমদের বিরুদ্ধে সব সময় ভিন্ন ভিন্ন আঙ্গিকে নির্যাতন চালানো হয়। এর সঙ্গে যুক্ত থাকে পুলিশ নয়তো বিজেপি কর্মীলা। এবার করোনাভাইরাস পরিস্থিতিতেও মুসলিমরা সবচেয়ে বেশি অন্যায় আচরণের শিকার হওয়ায় পুলিশের স্বেচ্ছাচারিতার ওপর ক্ষেপেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দেশের জনসংখ্যা বিবেচেনায় মুসলিমদের বিরুদ্ধে কেন সবচেয়ে লকডাউন ভাঙার অভিযোগ আনা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের প্রতি এর জবাব চেয়েছে আদালত।

মঙ্গলবার তেলেঙ্গানা হাইকোর্টের জিজ্ঞাসা, কেন লকডাউন ভাঙার সবচেয়ে বেশি অভিযোগ আনা হলো মুসলিমদের বিরুদ্ধে? তার মানে কী অন্য সম্প্রদায়ের লোকেরা আইনভঙ্গ করে না?

অধিকার কর্মী শীলা সারাহ ম্যাথিউসের আনা অভিযোগের শুনানিতে বিচারক রাঘাভেন্দ্র সিং চৌহান এবং বিচারক বিজয়সেন রেড্ডির একটি বেঞ্জ পুলিশ কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন ছুড়ে দেন।

শীলা সারাহ অভিযোগে জানান, লকডাউন ভাঙার জন্য শুধু মুসলিমদেরই দায়ী করে পুলিশ তাদের ওপর অন্যায় আচরণ করছে। অনেকগুলো ঘটনায় এমনটি দেখা গেছে।

এতে দেখা যায়, জুনাইদ নামে এক মুসলিমকে পুলিশ এমনভাবে পিটিয়েছে তার শরীরে ৩৫টি সেলাই পড়ে। পরিযায়ী শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার জন্য রাস্তায় নেমেছিলেন জুনাইদ। তাকে এক কনস্টেবল থামিয়েছিলেন এরপর তাকে এভাবে পেটানো হয়।

আরেকটি ঘটনায় দেখা যায়, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে বের হওয়া মোহাম্মদ আসগর নামে এক ব্যক্তি একটি ভবনের উপর থেকে পড়ে গেলে তার উভয় পা ভেঙে যায়। পুলিশের লাঠিচার্জ থেকে বাঁচতে তিনি ভবন থেকে লাফ দেন।

আদালত পুলিশের কাছ থেকে জানতে চায়, লকডাউন ভাঙার জন্য পুলিশি আচরণের শিকার হওয়ারা সবাই মুসলিম কেন?

বিচারকেরা বলেন, যুক্তরাষ্ট্রের দিকে তাকান, সেখানে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় কীভাবে পুরো দেশ এখন জ্বলছে।

আদালতের প্রশ্নের জবাবে পুলিশের বক্তব্যকে খারিজ করে দেন বিচারকেরা। তাদের দাবি, পুলিশের জবাবে ভুক্তভোগীদের কোনো বক্তব্য নেই।

এ বিষয়ে পুলিশের ডিরেক্টর জেনারেলকে উপযুক্ত পদক্ষেপ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত।



 

Show all comments
  • Zahangir ২০ জুন, ২০২০, ১০:৩৪ এএম says : 0
    ভারত একটা চরম সাম্প্রদায়িক রাষ্ট্র। প্রচন্ড মুসলিম বিদ্বেষ এদের শিরায় শিরায়।
    Total Reply(0) Reply
  • Amdad Khan ২০ জুন, ২০২০, ১:০৬ পিএম says : 0
    All the problem Mudi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ