Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

নাটোর থেকে মোটরসাইকেল সারদা পুলিশ একাডেমিতে যাচ্ছিলেন দুই পুলিশ সদস্য। ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার কৃষ্ণপুর ঢালান নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের উপরে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এছাড়া ঈশ্বরগঞ্জ ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে গতকাল সকালে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ইসহাক আলী (৪৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাকচালক কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হোসেন আলী (২২) নামের এক ট্রাকের হেলপারও আহত হয়েছেন। তিনিও একই গ্রামের বাসিন্দা। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, পাথরবোঝাই বেশ কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। ট্রাকগুলো খড়খড়ি বাইপাস কাগজ মিলের সামনে আসলে সামনের একটি ট্রাক ব্রেক কষে। এ সময় পেছনের একটি ট্রাক গিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পেছনের ট্রাকচালক ইসহাক আলী ও হেলপার হোসেন আলী। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন, সারদা পুলিশ একাডেমিতে কর্মরত এ এস আই মিলন (৩২) ও কনস্টেবল তহিদুল ইসলাম (৩০)।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রহমতগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে রাসেল মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়। সে তারাকান্দার সাধুপাড়া খিচা কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাত ৪টার দিকে দ্রুতগতির একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ নামক স্থানে একটি ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকে থাকা রাসেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় নিহতের বাবা আবু সাঈদসহ আরও ২ জন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ