মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভার্জিনিয়া থেকে নিউ মেক্সিকো পর্যন্ত পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ কয়েকশ’ বছরের পুরনো মার্কিন ইতিহাসকে সামনে নিয়ে এসেছে। জর্জ ফ্লয়েড তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আফ্রিকান-আমেরিকানদের ওপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটা উত্তেজনাপূর্ণ বিক্ষোভ এখন মার্কিন বর্ণবাদ ও নিপীড়নের প্রতীকগুলিকে উৎখাত করার জন্য একটি জাতীয় আন্দোলনের সূচনা করেছে এবং আমেরিকান ইতিহাসের স্বচ্ছতর পর্যালোচনার দাবি উঠেছে। এ নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইম্স’র প্রকাশিত প্রতিবেদনটি ৩ পর্বে ভাগ করে প্রকাশ করা হ’লঃ
পোর্টল্যান্ডের ওরে’তে বিক্ষোভকারীরা পুলিশি হত্যার প্রতিবাদ জানিয়ে দেশটির প্রতিষ্ঠাতা পিতা থমাস জেফার্সন, যিনি ৬শ’রও বেশি মানুষকেও দাস করে রেখেছিলেন, তার ওপর ক্ষোভ ঝাড়েন এবং তার মূর্তি উপড়ে ফেলেন। রিচমন্ডের ওয়া’তে ইতালীয় নৌ-চালক এবং উপনিবেশকারী ক্রিস্টোফার কলম্বাসের একটি মূর্তি স্প্রে-পেইন্ট করা হয় এবং আগুন লাগিয়ে একটি হ্রদে ফেলে দেয়া হয়। বিগত সপ্তাহগুলোর অসন্তোষ এবং আবেগ নাগরিক অধিকার যুগের প্রবীণদের মধ্যে চাঞ্চল্য ও আশার সঞ্চার করেছে এবং গত মঙ্গলবার আলবুকার্কে স্থানীয় আমেরিকানদের সাথে নিষ্ঠুর আচরণের জন্য নিউ মেক্সিকো থেকে নির্বাসিত ১৬শ’ শতাব্দীর ঔপনিবেশিক গভর্নর হুয়ান ডে নেট’র স্মৃতিস্তম্ভটি অপসারণের আগে রাস্তায় সংঘর্ষ এবং বন্দুক বিস্ফোরণ শুরু ঘটে।
সম্প্রতি দেশজুড়ে ঐতিহাসিক নিপীড়নের প্রতীক হিসাবে সমালোচিত মূূর্তিগুলি নষ্ট করে দেয়া হয় এবং দ্রুততার সাথে উৎখাত করা হয়। এই আন্দোলনটি প্রথমে আফ্রিকান-আমেরিকানদের প্রতি বর্ণবাদের বিরুদ্ধে কনফেডারেট’র প্রতীকের উপর নজর দেয়। তবে, তখন থেকে এটি একটি বিস্তৃত সাংস্কৃতিক আন্দোলন হিসেবে বিস্ফোরিত হয়ে ইউরোপীয় ঔনিবেশিকরণ এবং আদি আমেরিকানদের প্রতি অত্যাচারের মতো বিষয়গুলিও পুনর্বিচার করতে বাধ্য করেছে। নিউ মেক্সিকোতে এটি আদিবাসী, হিস্পানিক এবং অ্যাংলো বাসিন্দাদের মধ্যে বহু প্রজন্মের চেপে রাখা ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে এবং ৪শ’ বছরের নিগ্রহের ইতিহাসকে সামনে তুলে ধরেছে।
নৃশংস স্পেনীয় ঔপনিবেশিক গভর্নর নেটে পরিচালিত ৮শ’ বা ততোধিক লোকের গণহত্যা সহ্যকারী আকোমা পুয়েবোর সদস্য কিগান কিং বলেছেন, ‘আমরা এই তীক্ষ্ন বাঁকে পৌঁছেছি।’ তিনি বলেন, যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন মানুষকে তাদের আশেপাশের ইতিহাস পরীক্ষা করতে উৎসাহিত করেছে এবং এর সবগুলি বইয়ে লেখা হয়নি।’ কিং বলেছেন, ‘এই পদ্ধতিগত বর্ণবাদের টুকরোগুলি স্মৃতিসৌধ এবং মূর্তি এবং পার্কে রূপ নিয়েছিল।’ আমেরিকান ইতিহাসের অস্বস্তিকর অংশগুলিকে কীভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে বিতর্ক কয়েক দশক ধরেই চলছে। তবে, সাম্প্রতিক সময়ে স্মৃতিস্তম্ভগুলি ছুঁড়ে ফেলার ঝোঁক নতুন প্রজন্মকে শেখানো ইতিহাসে মৌলিক পরিবর্তন ঘটতে পারে কিনা, তা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ও সহযোগী অধ্যাপক জুলিয়ান ম্যাক্সওয়েল হাইটার বলেছেন, ‘এটি এ অবধি ইতিহাসের জন্য একটি মোড় ঘুরিয়ে দেয়ার মুহূর্ত। ইতিহাসবিদরা কয়েক দশক ধরে যে গল্পটিকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন, তা বলার জন্য এখন অনেক লোক আছেন।’ তিনি বলেন, মূর্তিগুলি সরিয়ে নথি এবং যুগের প্রথম ব্যক্তির সাথে পাশাপাশি জাদুঘরগুলিতে স্থাপন করা হলে পার্ক এবং রাস্তার মোড়গুলো-স্থানগুলো শিক্ষণীয় কাজে ব্যবহার করা যেত। (চলবে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।