Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারিতে ৫শ’ স্বাস্থ্যকর্মীর মৃত্যু রাশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক একটি সংস্থা বলছে, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক ওয়াচডগ রসড্রাভনাডজরের সর্বশেষ হিসেবে বলা হচ্ছ, গত মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানোর স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন। কিন্তু এখন অর্থাৎ গত এক মাসের মধ্যেই সেখানে এই সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ জনে। দেশটির স্বাস্থ্য বিষয়ক তদারকি সংস্থার প্রধান আলা সামোইলোভা বলেন, ‘সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মী প্রয়োজনীয় সুরক্ষা না পাওয়াই এর অন্যতম কারণ।’ পরিস্থিতি এভাবে চলতে থাকলে এই তালিকায় আরও অনেকে নাম যুক্ত হবে বলে শঙ্কা তার। করোনায় সংক্রমিত মানুষের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ