Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে এনএইচএস স্টাফদের দুই সপ্তাহ পর পর বাধ্যতামূলক হচ্ছে করোনা টেস্ট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১:০১ পিএম

ব্রিটেনের হাসপাতালের ডাক্তার, নার্স সহ ফ্রন্ট লাইনে যারা কাজ করেন দুই সপ্তাহ পর পর করোনা টেস্ট বাধ্যতামূলেক করা হয়েছে তাদের । দি রয়েল কলেজ অফ সার্জন্স এর প্রেসিডন্ট দ্যারেক আল্ডসেন বলেন, “এন এইচ এস স্টাফদের অবশ্য করোনাভাইরাস থেকে মুক্ত থেকে রোগিদের সেবা করতে হবে। স্টাফ যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেবা প্রদান করতে যান সে ক্ষেত্রে দ্রুত অন্য জন সংক্রমিত হবেন। তাই আমাদের উচিত প্রথমে স্টাফদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখা”। ডিপার্টমেন্ট ফর হেল্থ এন্ড সোসাল কেয়ার (উঐঝঈ) এর সিলেক্ট কমিটির মিটিংএ সিদ্ধান্ত গ্রহন করা হয়। নিয়মিত রুটিন মাফিক এনএইচএস এর ডাক্তার, নার্স, ফ্রন্ট লাইন ওয়ারকার সহ সংশ্লিষ্ট সবাইকে ১৪ দিন পর পর করোনাভাইরাস রোগ টেস্ট করতে হবে। যদি কারো করোনাভাইরাস উপসর্গ পাওয় যায় তবে ১৪ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে তাকে ।

ইউনিভার্সিটি অফ লিড্স এর প্রফেসর নিকোলা স্টোনহাউজ বলেন, “করোনাভাইরাস টেস্ট নিয়মিত মালটিপুল টেস্ট হওয়া উচিত। যাতে নিশ্চিত হওয়া যাবে সেবাদানকারী স্টাফ করোনামুক্ত। কোন স্টাফ যদি করোনা রোগ নিয়ে সেবা দিতে যান সেক্ষত্রে অন্য জন দ্রুত করোনায় আক্রান্ত হবেন। যেহেতু এটি একটি সংক্রান রোগ , স্টাফদের সাথে অন্যের কাছে দ্রুত ছড়িয়ে পড়বে”।
এন এইচ এস এর স্টাফ দের নিয়মিত করোনা টেস্ট করার ফলে জনসাধারনের মধ্যে ইতিবাচক ধারনার সৃস্টি হবে। রোগীরাও হাসপাতালে এসে সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই করোনাভাইরাস মহামারি থেকে রোগীদের সেবা দিয়ে এক উজ্জ্বল ইতিহাসের সৃস্টি করেছে এনএইচএস । নিয়মিত স্টাফদের করোনা টেস্ট আর একটি ইতিবাচক ইতিহাস সৃস্টি করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
বৃটিশ হেল্থ সেক্রেটারী ম্যাথ হ্যানকক বলেন, এন এইচ এস টেস্ট এন্ড ট্রাস্ক পাবলিক ডিউটি। এই টেস্ট কার্যক্রম রাখতে হবে অব্যাহত । সাথে স্টাফদের নিয়মিত করোনা টেস্ট করতে হবে”। আরো বলেন তিনি,” এর মধ্যে শতকরা ৮৫ ভাগ করোনা রোগী করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর বাসা আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন”।এন এইচ এস আরো মনে করে করোনাভাইরাস মোকাবেলা করা করো একার পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেস্টায়, সতর্কীকরণ কার্যক্রম অব্যাহত রাখা, পরিস্কার , পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরুত্ব বজায় রাখা। সবার সহযোগিতা এক দিন মুক্ত হবো এই করোনাভাইরাস থেকে আমরা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ