মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেস। তার স্ত্রী অ্যানা গার্সিয়ার শরীরেও ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
গত মঙ্গলবার প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে নিজের ও স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘সপ্তাহের শেষ দিকে আমি কিছুটা অসুস্থতা বোধ করছিলাম। পরীক্ষায় দেখা গেছে, আমি কভিড-১৯ এ আক্রান্ত।
করোনায় আক্রান্ত হলেও লক্ষণগুলো খুবই সামান্যই বলে জানিয়েছেন ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট। আর তার স্ত্রীর কোনো লক্ষণই নেই। অরল্যান্ডো জানিয়েছেন, চিকিৎসাধীন থাকার সময়ে তিনি অনলাইনে দাফতরিক কাজ করে যাবেন।
মধ্য মার্চে হন্ডুরাসে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এর বিস্তার রোধে সামনে থেকেই নানা পরিকল্পনা নেন হার্নান্দেস। এতে করে দেশটিতে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে।
হন্ডুরাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনো ১০ হাজার পার হয়নি। মৃত্যুর সংখ্যা ৩৩০ জন। কারফিউয়ের সময় জনসাধারণকে ঘরে থাকতে বাধ্য করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।