Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলা দায়ের ঃ গ্রেফতার ১

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৬:৪৪ পিএম

বরিশালের গৌরনদীতে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী (৭)কে ধর্ষণচেষ্টার ঘটনায় কাঠমিস্ত্রি রাসেল খান (২৫)কে আসামি করে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের নির্যাতিতা ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার আসামি রাসেল খানকে গ্রেফতার করে। সে (রাসেল) পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের রতন খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মোঃ কামরুজ্জামান খান জানান, কান্ডপাশা নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী(৭)’র বাড়িতে সোমবার (১৫ জুন) সকালে পোল্ট্রি ফার্ম মেরামত করতে আসেন কাঠ মিস্ত্রি রাসেল খান। বিকেল সাড়ে ৫টার দিকে কাঠমিস্ত্রি কাপড় বদলানোর কথা বলে বসত ঘরে ঢুকে ওই ছাত্রীকে একাকী পেয়ে ঘরের পিছনের বারান্দায় নিয়ে জোরপূর্বক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বখাটে রাসেল খান। এসময় ওই শিশু ছাত্রীর আত্মচিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসলে বখাটে রাসেল ছাত্রীর উভয়স্থানে (গোপনস্থানে ও স্তনে) খামচি দিয়ে আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে নির্যাতিতার বাবা বাদি হয়ে রাসেল খানকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি রাসেল খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রাসেলকে গতকাল বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামরুজ্জামান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ