Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় কার্তুজ ভর্তি একটি রিভলবার, ধারালো লম্বা ছুরি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের হাজী মো. ফজলুর রহমানের ছেলে মো. ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ (৪৩) ও ঘোড়াদিয়া গ্রামেরে মো. মোক্তার হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৫)। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এ সময় ইলিয়াছের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানেরকাছ থেকে একটি ধারালো লম্বা ছুরি ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে কালা সুমন বাহিনীর সদস্য। আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ