Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কিস্তি দিতে না পারায় পিটুনি ও মামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

কিস্তির টাকা নিয়ে বোয়ালমারীতে আদায়কারীদের সাথে ঋণগ্রহীতা ও তার স্বজনদের বাকবিতন্ডা এবং হাতাহাতি হয়েছে। এ ঘটনায় সদস্যদের স্বজনের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।

ঋণগ্রহীতা ও ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর মাঠ কর্মী পলাশ কুমার সাহা গত পয়লা জুন কলারন গ্রামে গিয়ে কিস্তি প্রদানের জন্যে চাপ প্রয়োগ করেন। চাপে পড়ে সাধ্য অনুযায়ী কিস্তির টাকা পরিশোধ করেন তারা। পরে গত ৮ জুন পুনরায় কিস্তির টাকা আদায় করতে কলারণ গ্রামের সদস্য অনিতা রানীর বাড়ীতে যায়। এ সময় অনিতা রানী ঘরে না থাকায় তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকেন পলাশ কুমার সাহা। অনিতার বাড়ীর ভাড়াটিয়া সুদীপ কুমার কিস্তি আদায়কারীর বাজে মন্তব্যের প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতÐা ও হাতাহাতি হয়।

অনিতা রানী জানান, ঋণ আদায়কারীর হাত থেকে বাঁচতে সুদীপ ঘরের মধ্যে আশ্রয় নিলেও মাঠকর্মী পলাশ দরজায় লাথি মেরে ভাঙতে চেষ্টা করেন। দরজা ভাঙতে ব্যর্থ হয়ে তিনি একই অফিসের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নকে মোবাইলে ফোন করে ডেকে এনে ফের বাকবিতÐা ও হামলার চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশী উত্তম কুমার এগিয়ে তাদের মধ্যে ফের হাতাহাতির ঘটনা ঘটে।

গত বুধবার এ ঘটনায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর মাঠ কর্মী পলাশ কুমার সাহা বাদী হয়ে বোয়ালমারী থানায় কাজে বাধাসহ খুন করার উদ্দেশ্যে গুরুতর জখম, চুরি ও হুকুম প্রদানের অপরাধের অভিযোগ দায়ের করেন। অভিযোগে সুদীপ কুমার ও উত্তম কুমার ছাড়াও আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করাহয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, এ ঘটনায় সুদীপ কুমারকে আটক করা হয়েছে। তিনি জানান, বাদী অভিযোগে কিস্তি আদায়ের বিষয়টি উল্লেখ করেননি তাই সে বিষয়টি নজরে আসেনি।
মুঠোফোনে পলাশ সাহা ও হাসানুর রহমানের নিকট বিষয়টি জানতে চাইলে, কিস্তি উত্তোলনের বিষয় অস্বীকার করেন তারা এবং গ্রাহকদের করোনার সময়ে খোঁজখবর নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘এসএফডিএফ’ এর দুজন কর্মকর্তা আমার কাছে অভিযোগ দিতে এসেছিল। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। তবে কিস্তি উত্তোলনের ব্যাপারটা আমার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনজিও

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ