Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে চীন ও নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৯:০৯ পিএম

চীন ও নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-১৯ এর পদধ্বনি শোনা যাচ্ছে। ডনের করোনাভাইরাস সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বেইজিং থেকে কয়েক স্থানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্য থেকে সম্প্রতি যারা নিউজিল্যান্ডে এসেছিলেন , তাদের মধ্যে দুই জনকে পাওয়া গেছে কোভিড রোগী। তারা দু ’ জনই নারী এবং তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । ডন, সিএনএন
বৃহস্পতিবার পর্যন্ত নতুনভাবে শনাক্ত হওয়া ২৭ জন কোভিড রোগীসহ বেইজিংয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জন। তবে চীনের সর্বত্র নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৪০ জন।চীনের বাণিজ্য নগরী সাংহাই থেকে বলা হয়েছে, রাজধানী থেকে যারাই সাংহাই আসবে তাদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা হলো ফেব্রুয়ারির পর চীনে বড় ধরনের কোভিড - ১৯ বিস্তারের ঘটনা। এজন্য গণমাধ্যমগুলো এবারের বিস্তারকে দ্বিতীয় আঘাতও বলা হচ্ছে। তবে এবারের উপসর্গ হলো শ্বাসকষ্টের ।

নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে দেশটির জনগণ আনন্দ - উল্লাসে মেতে উঠেছিল। গত ২৪ দিন দেশটিতে কোনো কোভিড রোগী পাওয়াও যায়নি। কিন্তু নতুন আশঙ্কা ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন , নিউজিল্যান্ডের নাগরিকরা বিদেশ থেকে দেশে ফিরতে শুরু করলে আবারও কোভিড হতে পারে। তবে দেশটি কিছু নাগরিককে দেশে ফিরতে দিচ্ছে বিশেষ শর্তাবলীর আওতায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ