বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কাদের (৩৫)নামের এক রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শহরের পূর্ব কলাদী এলাকায় জাহাঙ্গীরের রাইস মিলে এ দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে জানা যায়, সকাল ৭ টার দিকে প্রতিদিনের মতো মেইল ঘরে যায়। কাজ শুরুর দিকে নিহত কাদের রাইস মেইলের বৈদ্যুতিক মোটর চালানোর জন্য সরাসরি মেইন সুইচ থেকে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রে প্রকাশ,নিহত কাদের ওই রাইস মিলে কয়েক বছর যাবত কাজ করছিল। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি স্বপন কুমার আইচ বলেন, দু’ পক্ষের মধ্যে কোনো অভিযোগ না থাকায় লাশের পোষ্ট মর্টেম করা হয় নি। তবে অপমৃত্যু মামলা হয়েছে।মৃতদেহ তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।