Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জে ১ জনের মৃত্যু, আহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৩:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আখতার রানা (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন রাজমিস্ত্রি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ওই এলাকার মৃত ইব্রাহিম আলীর পুত্র। তিনি চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ছিলেন। আহতরা হলেন- ইউসুফ ও হাকিম। তবে তাদের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। তারা চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বারঘরিয়ায় একটি বাড়ির সাটারিংয়ের কাজ করার সময় রড বৈদ্যুতিক তারে লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল এর আগে ভোলাহাট উপজেলায় আনসার ভিডিপি’র সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে সেই চাকরি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী হিসেবে যোগ দেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ