মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে এখনো উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন অনেক বিশেষজ্ঞ। এখন সেই সতর্ক বার্তা সত্যি হচ্ছে। দেশটিতে আবারও করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। এ ছাড়াও মৃত্যুর সংখ্যাও বেশি যুক্তরাষ্ট্রে। এই সংখ্যা এখন ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জন।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, রোববার রোগী শনাক্তে সর্বোচ্চ রেকর্ড গড়েছে ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য।
টানা চতুর্থ দিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে আলাবামায়। আলাস্কা, অ্যারিজোনা, আরাকানসাস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনাও টানা তিনদিন নতুন রোগী শনাক্তের রেকর্ড গড়েছে।
আগে থেকেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হটস্পট ছিল লুইজিয়ানা। সেখানে আবারও একদিনে ১ হাজার ২০০ বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে মোট রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজারেরও বেশি। সংক্রমণের হার আবারও বাড়তে শুরু করায় সেখানে নিষেধাজ্ঞা তুলে ব্যবসা-বাণিজ্য ফের চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।