Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের রাজ্যগুলোকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:৪৬ পিএম

গত কয়েক সপ্তাহ ধরে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এখন সেখানে প্রতি ১৭.৪ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। আগামীতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা থেকে রাজ্যগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯২৯। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৯২২ জন। আক্রান্তের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ ভারত। তাদের চেয়ে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়াতেই বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার ভারতের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। নমুনা পরীক্ষার হার বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের বেড এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন তারা। বিশেষ করে বড় শহরগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চল বিশেষ হাসপাতাল এবং বেডের সম্ভাব্য চাহিদা অনুযায়ী তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ