Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে সরকারি পদক্ষেপে অসন্তোষ : নেপালে ব্যাপক বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৭:৩৪ পিএম

করোনাভাইরাস নিয়ে সরকারি পদক্ষেপে নেপালি জনগণের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ থেকে নেপালের পুলিশ সাতজন বিদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। -টাইমস অব ইন্ডিয়া, কাঠমুন্ডু পোস্ট

কর্মকর্তারা বলেছেন, সরকার করোনাভাইরাস সংকট মোকাবিলায় যেভাবে কাজ করছে তার প্রতিবাদ জানাতে শনিবার কাঠমুন্ডুতে বিক্ষোভকারীরা সমবেত হয়। নেপালে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পরপরই দেশটিকে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়। বর্তমানে সেখানে শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ৬২ জন এবং মারা গেছে ১৬ জন। প্রাদুর্ভাব ঠেকিয়ে রাখার জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় বলে মনে করেন নেপালিরা।

পুলিশ কর্মকর্তারা বলেছেন , বিক্ষোভের তৃতীয় দিনে কাঠমুন্ডুতে সমবেত হয়েছে এক হাজার মানুষ। মঙ্গলবার এই বিক্ষোভ শুরু হয় ১৫০ জনকে দিয়ে । পুলিশ কর্মকর্তা বসন্ত লামা বলেন , নেপালের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য সাত বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে । সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ , জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শনিবার এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ।

কোয়ারেন্টাইনের জন্য আরো সুযোগ - সুবিধা , আরো বেশি পরীক্ষা এবং সংকট মোকাবিলায় চিকিৎসা সামগ্রি ক্রয়ের স্বচ্ছতা দাবি করেছেন বিক্ষোভকারীরা । রমেশ প্রধান নামে একজন বিক্ষোভকারী বলেন , ‘ কোয়ারেন্টাইনে পানি সংকট , স্যানিটেশনের অভাব এবং নিরাপত্তা নেই। নেপাল সরকার বলেছে , কোভিড - ১৯ মোকাবেলায় ৮৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। কোভিড - ১৯ পরীক্ষা করা হয়েছে তিন লাখ ১০ হাজার লোকের এবং কোয়ারেন্টাইনে রয়েছে এক লাখ ১৮ হাজার। কিন্তু বিক্ষোভকারীরা বলতে চাইছেন ৩০ মিলিয়ন মানুষের দেশে এটা যথেষ্ট নয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ