মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে শীর্ষে রয়েছে দেশটির মহারাষ্ট্র রাজ্য। তাই নাগরিকদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সরকার। এরই অংশ হিসেবে করোনারোগীদের চিকিৎসায় তারা রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগ করতে চায়।
কিন্তু গিলিয়াড সায়েন্সেস তাদের এই ওষুধটি ভারতে উৎপাদন কিংবা মার্কেটিং (বাজারজাত) করছে না। ফলে সমস্যায় পড়েছে মহারাষ্ট্র সরকার। এ অবস্থায় বাংলাদেশ থেকে তারা রেমডেসিভির ওষুধ কিনতে চায়।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই এর সহায়ক চিকিৎসায় অনেকটা কার্যকর হিসেবে আলোচনায় উঠে এসেছে মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেস উদ্ভাবিত রেমডেসিভির ওষুধের নাম। আলোচনায় আসার পর থেকেই বাংলাদেশি কোম্পানিগুলো এর উৎপাদন শুরু করে দেয়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনারোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে এর ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
মহারাষ্ট্র সরকার প্রাথমিকভাবে ৩ হাজার বোতল রেমসিভির সংগ্রহ করতে চায়। আর চূড়ান্তভাবে তারা ১০ হাজার বোতল রেমডেসিভির ওষুধ কিনবে। এসব ওষুধ রাজ্যের অন্তত ১৮টি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে করোনারোগীদের চিকিৎসায় প্রয়োগ করা হবে।
রাজ্য সরকার এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের ওষুধ বিভাগ এবং (ডিসিজিআই) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছাড়পত্র (ক্লিয়ারেন্স) চেয়ে আবেদন করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ গত সপ্তাহে বলেন, তারা ১০ হাজার বোতল রেমডেসিভির ওষুধ কিনবেন। তিনি বলেন, ল্যাব ও প্রাণীর দেহে পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, ওষুধটি মার্স-কভ ও সার্স ভাইরাসের, যেখান থেকে করোনাভাইরাসের উৎপত্তি, বিরুদ্ধে ভালো কাজ করছে। আর এমন ফলাফল দেখার পরই ওষুধটি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাজ্যের আরেক মন্ত্রী জিতেন্দ্র আহওয়াদ ওষুধটি কেনার জন্য ছাড়পত্র দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি শুরু থেকেই বার বার ডিসিজিআই ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে রেমডেসিভির কেনার অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু তারা বিষয়টি নিয়ে গড়িমসি করছে, অথচ লোকজন মারা যাচ্ছে। সূত্র: এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।