Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনমোহন সিংয়ের বাড়িতে কোয়ারেন্টিন নোটিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৫:১৬ পিএম | আপডেট : ১০:০৭ পিএম, ১৩ জুন, ২০২০

সম্প্রতি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু হঠাৎ করেই তাঁর বাসভবনের সামনে করোনা ভাইরাস কোয়ারেন্টাইনের নোটিস দেয়া হয়েছে। আর এতেই শোরগোল পড়ে গেছে সর্বত্র। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও এই খবরে বিচলিত। বর্ষীয়ান নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
দিল্লির ৩ নম্বর মোতিলাল নেহেরু প্লেসের বাসভবেন থাকেন মনমোহন। বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ দেশের দুবারের প্রধানমন্ত্রী। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সুস্থই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মনমোহনের বাড়ির এক পরিচারিকার মেয়ে করোনা আক্রান্ত। সার্ভেন্ট কোয়ার্টারে থাকেন তাঁরা। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আগেই। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কোয়ারেন্টাইন নোটিস লাগানো হয়েছে প্রশাসনের তরফে।
গত মে মাসে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৮৭ বছরের মনমোহন সিং। উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছিল। যদিও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি চলে আসেন তিনি। কিন্তু পরিচারিকার মেয়ে করোনা আক্রান্ত হওয়ায় তাঁর বাসভবনের সামনে কোয়ারেন্টাইন নোটিস পড়ায় প্রথমে একটু উদ্বেগেই ছিলেন রাজনৈতিক মহলের লোকজন। কিন্তু জানা গিয়েছে, সুস্থই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
এক বিবৃতিতে কংগ্রেস নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন ৮৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ