মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত মায়ের বুকের দুধ থেকে শিশুরা সংক্রমিত হয় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস গতকাল শুক্রবার জানান, তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন।
‘প্রাপ্য সব প্রমাণের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হল কভিড-১৯ সংক্রমণের ঝুঁকির চেয়ে বুকের দুধ পান করানো বেশি গুরুত্বপূর্ণ।’
সংস্থাটির প্রজনন স্বাস্থ্য এবং গবেষণা বিভাগের সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জি বলেছেন, ‘করোনা আক্রান্ত মায়ের বুকের দুধে ভাইরাসের অসম্পূর্ণ অংশ শনাক্ত হয়েছে। এগুলো জীবিত নয়।’ ‘এখন পর্যন্ত আমরা বুকের দুধে সক্রিয় ভাইরাস শনাক্ত করতে পারিনি। তাই বুকের দুধ থেকে শিশুদের আক্রান্ত হওয়ার নজির এখনো নেই।’
আমরা জানি করোনাভাইরাস রোগে শিশুদের ঝুঁকি কম। কিন্তু অনেক রোগ আছে যেগুলো তাদের জন্য উচ্চ ঝুঁকির কারণ, মায়ের বুকের দুধ এসব প্রতিরোধ করতে পারে। সূত্র- রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।