বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাত লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনী।
শনিবার (১৩ জুন) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ভারত সীমান্তবর্তী ছায়া নদী সংলগ্ন ছায়ারটেক নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের জব্বার সানার ছেলে মজিদ সানা (৪৫) ও পার্শে¦খালী গ্রামে আকবর হোসেনের ছেলে আব্দুল্যাহ (২২)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আনিচ শেখের ছেলে হোসেন শেখ জানান, সপ্তাহখানেক পূর্বে কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ছায়ারটেক এলাকায় মাছ ধরার সময় জিয়া বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে দুই জেলেকে সাত লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। যদিও এসময় ৮ জেলেকে মুক্তি দেয় তারা।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়ে শুনেছি। কিন্তু কেউ এখনো অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।