Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১:৪০ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৭) ও দেড় বছরের শিশুকণ্যা আছিয়া নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে গত শুক্রবার। এর মধ্যে আছিয়া বিকেলে বাড়ির পেছনের পুকুর এবং সাব্বির রাত ১১টায় বাবুপাড়া জামে মসজিদের পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
জানা যায়, দুপুরে বাড়ি থেকে খেলার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো বাবুপাড়া মহল্লার টাইগার ও কমলা বেগমের পুত্রসন্তান সাব্বির। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে রাত ১১ টায় পুকুরের পানিতে শিশু সাব্বিরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর তেলিপাড়া গ্রামের বাদশাহ মিয়ার দেড় বছর বয়সি একমাত্র শিশুকণ্যা আছিয়াকে ঘরে রেখে তার মা খাদিজা বেগম সাংসারিক কাজে বাইরে যান। ঘরে ফিরে শিশুটিকে না পেয়ে স্বজনদের নিয়ে খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুর থেকে সন্ধ্যের আগে লাশটি পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ