Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় নৈশ প্রহরীকে বেঁধে ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ চুরি!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:৪০ পিএম

সাতক্ষীরায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শহরের সার্কিট হাউজের পাশে আটপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
চোরেরা শোরুম থেকে ইজিবাইকের ৭০টি ব্যাটারী, একটি কপি মেশিনসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
হাবিব ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল হামিদ তার বাড়িতে যেয়ে জানান যে, নৈশপ্রহরী রওশনকে বেঁধে রেখে শোরুমের শার্টারের তালা ভেঙে টেবিলের ড্রয়ার ভাঙচুর করে। এরপর ইজিবাইকে ব্যবহারের নতুন ২৫টি ও পুরাতন ৪৭টি ব্যাটারি লুঠ করে চোরের দল। এ ছাড়াও ২৫ হাজার টাকা মূল্যের একটি কপি মেশিনসহ ইজি বাইকের কিছু যন্ত্রাংশ নিয়ে যায় তারা। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশ প্রহরী রওশন আলীকে শনিবার (১৩ জুন) সকালে থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ