Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৯:৩৪ এএম

রাজধানীতে নিজ বাসায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। আজ শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসকরা সাংবাদিক নান্নুকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান। গতকাল শুক্রবার ভোররাতে আফতাবনগরের নিজ বাসায় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ওই বাসায় অগ্নিদগ্ধ হয়ে নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ