Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে আগুনে দগ্ধ নারী শ্রমিকের মুত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ২:৩৯ পিএম

দীর্ঘ সময় পর গাজীপুরে আগুন লাগা ভবন থেকে রোববার সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে গোলাপী (৩৩) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে ওই আগুন লাগা কারখানার ওয়াশরুম থেকে গোলাপীর লাশ উদ্ধার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত গোলাপী ওই কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম গোলজার হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুরের কালিয়াকৈর স্টেশনের ষ্টেশন অফিসার কবিরুল আলম জানান, উপজেলার উলুসারা এলাকার এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতা ও সোল তৈরি কারখানায় শনিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে। টিনসেটের ওই কারখানা ভবনে জুতা তৈরির ক্যামিকেল ও সোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহুর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

এরপর গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ইপিজেড. টাঙ্গাইলের মির্জাপুর ষ্টেশনসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই কারখানায় থাকা মেশিনপত্র, জুতা তৈরি বিভিন্ন মালামাল পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ