মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে সাড়ে ৩৯ কোটি মানুষ চরম দরিদ্র হতে পারে।এ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১১০ কোটিতে।জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর ডেভেলোপমেন্ট ইকোনমিক্স রিসার্চের গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। -রয়টার্স
আজ শুক্রবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিশ্ব ব্যাংকের মানদণ্ড অনুযায়ী , চরম দারিদ্র সীমার নীচে বসবাসকারী তাদেরই বলা হয় , যারা দৈনিক ১ দশমিক ৯০ ডলার বা ১৬৩ টাকায় জীবন নির্বাহ করেন। দারিদ্র সীমার ওপরের দিকে বসবাসকারীদের ক্ষেত্রে এ ব্যয় দৈনিক ৫ দশমিক ৫০ ডলার বা ৪৮০ টাকা ।
সামগ্রিকভাবে মাথাপিছু আয় বা ভোগে ২০ শতাংশ সংকোচন হলে পরিস্থিতি সবচেয়ে খারাপ বিবেচনা করা হয়। যদি এ পরিস্থিতি হয় , তাহলে পৃথিবীর ৩৭০ কোটি মানুষের বসবাস হবে দারিদ্রসীমার নীচে ; যা মোট জনসংখ্যার অর্ধেক । গবেষণা প্রতিবেদনটির অন্যতম লেখক অ্যান্ডি সামনার বলেন , সরকারগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দরিদ্রতম মানুষদের অবস্থা সামনের দিনগুলোতে আরও খারাপ হবে। দারিদ্রের হার কমানোর নেওয়া এতদিনের পদক্ষেপের কার্যকারিতা থাকবে না । বিশ্ব ২০ থেকে ৩০ বছর আগে ফিরে যাবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বসবাসকারীরা সবচেয়ে বেশি চরম দারিদ্রসীমায় প্রবেশ করবে। একক দেশ হিসেবে এ তালিকায় প্রথমে থাকবে ভারত। এরপরই রয়েছে আফ্রিকা অঞ্চলের দেশগুলো। সোমবার বিশ্ব ব্যাংক বলেছিল , মহামারী ৭ থেকে ১০ কোটি মানুষকে চরম দারিদ্রতার দিকে ঠেলে দিতে পারে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।