মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও বিরোধী দল মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান ৬৮ বছরের শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১১জুন) দলের অন্যতম নেতা আতাউল্লাহ তারা এ তথ্য জানিয়েছেন।
আতাউল্লার দাবি, এনএবিকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে যে, শেহবাজ শরিফ ক্যান্সারে ভুগেছিলেন এবং অন্যদের তুলনায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। শেহবাজ শরিফের কিছু হলে ইমরান নিয়াজি (প্রধানমন্ত্রী ইমরান খান) ও এনএবি দায়ী থাকবে।
আতাউল্লাহ জানান, ভাইরাসে আক্রান্তের ভয়ে আগে থেকেই শেহবাজ কোয়ারেন্টাইনে ছিলেন। তবে এনএবির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়ে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শহিদ খান আব্বাসি ও বর্তমান রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়া এক প্রাদেশিক মন্ত্রীসহ অন্তত চার আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অর্থ পাচারের একটি মামলায় গত ৯ জুন ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শেহবাজ শরিফ করোনায় সংক্রমিত হন বলে জানান আতাউল্লাহ।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় পাকিস্তানে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৪ জন। যার ফলে সে দেশের মোট করোনা আক্রান্ত এখন ১ লক্ষ ১৯ হাজার ৫৩৬। মোট মৃত্যু ২ হাজার ৩৫৬। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।