মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় করোনা মহামারীর কারণে সংসদীয় নির্বাচন দ্বিতীয়বারের মতো পেছানো হলো। নির্বাচনের নতুন তারিখ আগামী ৫ আগষ্ট নির্ধারণ করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধান নির্বাচন কমিশনার এই ঘোষণা দিয়েছেন।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয়া জানান, ‘আগামী ২০ জুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই তারিখ পরিবর্তন করা হয়েছে। তার বদলে আগামী ৫ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার নির্বাচনটি মূলত গত ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে দিয়ে আগামী ২০ জুন নির্ধারন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আবার তা পেছনো হলো। চলতি বছরের মার্চের প্রথম দিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা সংসদ ভেঙে দিয়েছিলেন। তবে, এর পরেই দেশটিতে ৫২ দিনের লকডাউন শুরু হয়। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।