Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে পৌর কাউন্সিলরের টেক্সটাইল মিলে আগুণ দিয়েছে দূর্বৃত্তরা

৫লাখ টাকার ক্ষতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৪:৪৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাগেরচর এলাকায় অবস্থিত ভাই ভাই টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। 

বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় একদল দূর্বিত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মিলটিতে। অগ্নিকান্ডে মিলের ৫ লক্ষাধিক টাকার কাপড় ও সূতা পুড়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।

খবত পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টেক্সটাইল মিলের মালিক আড়াইহাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, রাতে কে বা কারা পেট্রোল ঢেলে আমার মিলে আগুন ধরিয়ে দেয়। মূলত রাজনৈতিক প্রতিপক্ষরাই এ কাজটি করেছে।

তিনি জানান, এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার মিলে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই লাগানো আগুন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাজাহান জানান, আগুনে ৫ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি। অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাপ নিরূপণের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ