Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামের রাজারহাটে পুত্র হত্যার প্রধান আসামী পিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৩:১২ পিএম

রাজারহাটে আলোচিত স্কুল শিক্ষক আহসান হাবিব সানু হত্যার প্রধান আসামী আব্দুল হাই ঝুনুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর বেলা তাকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার সড়কঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গত ১মে’২০২০ রাজারহাট উপজেলা সদরের চাঁন্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক আহাসান হাবিব সানু (৩৫) কে তার পিতা আব্দুল হাই ঝুনু সহ অন্য দুই আসামী পারিবারিক শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করে। এরপর থেকে ঝুনু সহ মামলার অন্যান্য আসামীরা পলাতক ছিল। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রাজারহাট থানা পুলিশের একটি টিম জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত স্থান থেকে তাকে গ্রেফতার করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার উক্ত মামলার প্রধান আসামী আঃ হাই ঝুনুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ