Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দায় পাকিস্তান

‘সম্মিলিত শাস্তি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০১ এএম

অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী ৯ স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করায় এর নিন্দা করেছে পাকিস্তান। ভারতীয় বাহিনীর তৎপরতাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করে ইসলামাবাদ। সোমবার অধিকৃত কাশ্মীরের সোফিয়ানে ভারতীয় সরকারি বাহিনী চার কাশ্মীরিকে হত্যার নিন্দা করে এক বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দফতর এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। এর কয়েক ঘন্টা আগে একই এলাকায় ভারতীয় বাহিনীর সঙ্গে কথিত সংঘর্ষে আরো পাঁচ কাশ্মীরি যোদ্ধা নিহত হয়। পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়শা ফারুকি এক বিবৃতিতে বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী অধিকৃত কাশ্মীরে যেভাবে তরুণদেরকে বিচার বহির্ভুতভাবে হত্যা করছে তার নিন্দা করে পাকিস্তান। তিনি বলেন, ‘ভুয়া বন্দুক যুদ্ধ’ ও কথিত ‘কর্ডন-অ্যান্ড সার্চ অপারেশনের’ নামে ২৪ ঘন্টায় ৯ কাশ্মীরি তরুণকে হত্যা করা হয়েছে। মুখপাত্র উল্লেখ করন যে ওই এলাকায় বহু বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং কাশ্মীরি জনগণ ভারতীয় বাহিনীর বর্বরতার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে প্যালেট গান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে। একটি স¤প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের ‘সম্মিলিত শাস্তি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল’। তিনি আরো বলেন যে, গোটা বিশ্ব যখন করোনাভাইরাস দমনে ব্যস্ত তখন কাশ্মীরি জনগণের বিরুদ্ধে এভাবে ভারতীয় বাহিনীর বর্বরতা বাড়িয়ে চলা অত্যন্ত ঘৃণার কাজ। কাশ্মীরে প্রায়ই কথিত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। তবে চলতি বছরের শুরু থেকে এটা বেড়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ৮৫ কাশ্মীরি ফাইটার ও কয়েক জন সরকারি সেনা নিহত হয়েছে। সর্বশেষ ঘটনায় সোমবার সকালে সোফিয়ানের একটি গ্রাম ঘেরাও করে সেনারা। এসময় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হলে চার কাশ্মীরি তরুণ নিহত হয়। সেখানে সেনারা বিস্ফোরক দিয়ে অন্তত একটি বাড়ি উড়িয়ে দেয় বলে সেনা মুখপাত্র স্বীকার করেছেন। এএফপি, এসএএম।

 



 

Show all comments
  • omor faruk ১১ জুন, ২০২০, ৯:১৭ এএম says : 0
    পাকিস্তানের উচিত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জয়ী হওয়া ।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ