Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সেনা লক্ষ্য করে বাগদাদে রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০১ এএম

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানান। খবরে বলা হয়েছে, বিমানবন্দরের যে এলাকায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেখানে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইরাকে এ ধরণের আরো বেশ কয়েকটি হামলা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তবে রকেটের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। করোনাভাইরাসের কারণে লকডাউনের অংশ হিসেবে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। সেখানে করোনা ভাইরাসে ১৩ হাজার আক্রান্ত এবং ৪শ’ জনের মৃত্যু হয়েছে। সোমবারের হামলাসহ মার্কিন সৈন্য ও কুটনীতিকদের টার্গেট করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২৯ দফা হামলা চালানো হয়। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ওয়াশিংটন ইরাকের প্রতিবেশি ও মার্কিনীদের ঘোর শত্রæ ইরান সমর্থিত সসস্ত্র গ্রæপগুলোকে এই হামলার জন্য দায়ী করেছে। এএফপি।

 

 



 

Show all comments
  • omor faruk ১১ জুন, ২০২০, ৯:২১ এএম says : 0
    মার্কিন সেনাবাহিনীকে শেষ করে দেও
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগদাদ

১৩ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ