Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে একদিনেই করোনা শিকার ১ লাখ ৭ হাজারের বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৪:০৭ পিএম

মঙ্গলবার জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার শিকার এখন পর্যন্ত ৭২ লাখ ৩৬৪ মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ প্রায় ৭ হাজার ২৭০ জন। নতুন করে প্রাণ কেড়েছে ৩ হাজার ১৫৭ জনের।
এ নিয়ে করোনারাঘাতে না ফেরার দেশে বিশ্বের ৪ লাখ ৮ হাজার ৭৪৪ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাড়ে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।
করোনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে করোনা তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে।
বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে আসলে নতুন হটস্পট হয় লাতিন আমেরিকা। যেখানে ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাতে চরম বিপর্যয়ের মুখে ব্রাজিল।
ভাল নেই দক্ষিণ এশিয়ার দেশুগুলোও। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে সংক্রমণ ও প্রাণহানি ঘটছে বাংলাদেশেও।
এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে ১ লাখ ১৩ হাজার ৫৫ জন মানুষের। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮৬ জন।
দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১১ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৭ হাজার ৩১২ জনে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮১৩ জনের।
আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পৌনে ৫ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে প্রায় ৬ হাজার মানুষের। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১২ জনের।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভয়াবহ অবস্থায় থাকা ভারতে আক্রান্ত ২ লাখ ৬৬ হাজার ছুঁই ছুঁই। দেশটিতে করোনায় প্রাণ গেছে ৭ হাজার ৪৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৬৬ জনের।
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত করোনার শিকার ৬৮ হাজার ৫০৪ জন। এর মধ্যে না ফেরার দেশে ৯৩০ জন মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪ হাজার ৫৬০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ