Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপসর্গহীন করোনা রোগী সংক্রমন ছড়ায় না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১১:২৪ এএম

গত কয়েক মাস ধরে এই উপসর্গহীন করোনা রোগীদের নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। এমন অনেকে পজিটিভ হচ্ছেন, যাদের শরীরে কোনো লক্ষণই নেই। বাংলাদেশেও এমন রোগী শনাক্ত হয়েছেন।
তবে আশার কথা হচ্ছে দেখতে ‘সুস্থ-সবল’ করোনা রোগীর থেকে কভিড-১৯ ‘খুব কম’ ছড়ায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার বলেন, ‘উপসর্গহীন রোগীর থেকে সংক্রমণ ছড়ানোর ব্যাপারটি এখনো বিরল মনে হচ্ছে।’

কেরখোভ বলছেন, ‘অনেক রোগীকে উপসর্গহীন বলা হচ্ছে। আসলে তেমনটি নাও হতে পারে। হালকা উপসর্গ থাকতে পারে, যা দিয়ে রোগটি প্রাথমিকভাবে বোঝা যায়।’

‘যখন আমরা সত্যিকার অর্থে উসর্গহীন মানুষ খুঁজতে যাই, দেখা যায় তাদের হালকা লক্ষণ আছে।’

এমন রোগীর সংখ্যা নিতান্ত কম হলেও কয়েকজন পাওয়া গেছে বলে জানিয়েছেন কেরখোভ।

গত ডিসেম্বরে চীন থেকে নতুন এই রোগটি ছড়িয়েছে। দেশটিতেও এমন উপসর্গহীন রোগী পাওয়া গেছে। তবে সংখ্যায় খুব কম।



 

Show all comments
  • শাহপরাণ ৯ জুন, ২০২০, ১১:৫৮ এএম says : 0
    ভাল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ